
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ করা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন থেকে স্কুল বন্ধ থাকার পর অবশেষে জুলাই মাস থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সেক্ষেত্রে মেনে চলা হবে সমস্ত বিধি-নিষেধ। মাস্ক ব্যবহার থেকে শুরু করে স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব সবটিছুই বজায় রাখে চলতে হবে। স্কুলশিক্ষা দপ্তরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই মাসে স্কুল খোলা হলেও প্রথমে নবম-দশম এবংএকাদশ-দ্বাদশের পঠন-পাঠন শুরু হবে। কিন্তু এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। তাহলে কাভাবে উচ্চমাধ্যমিক স্তরের ক্লাস শুরু করা সম্ভব! তা নিয়েই শুরু হয় জল্পনা। এবার সেই জল্পনা কাটিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে জুনে মাধ্যমিকের ফল প্রকাশ করবে রাজ্য। সেই নির্দেশিকা অনুসারে পরীক্ষকদের পর্ষদ জানিয়ে দিয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত খাতা দেখে নম্বর জমা দিয়ে দিতে হবে। রবিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই নির্দেশিকা জারি হয়েছে।
আগামী ৬ জুলাই বাকি থাকা উচ্চমাধ্যমিকের পরীক্ষাগুলি শেষ হবে। তার আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। এবিষয়ে প্রধান পরীক্ষকদের স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে খাতা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁদের পর্ষদের আঞ্চলিক অফিস অথবা কলকাতার সদর দপ্তরে এসে নম্বর জানিয়ে যেতে হবে। যদিও পর্ষদের এই সিদ্ধান্তে মোটেই খুশি নন পরীক্ষকরা। তাঁদের প্রশ্ন, লকডাউনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। তাছাড়া সকলের কাছেই ব্যক্তিগত গাড়ি বা মোটর বাইক নেই। এি পরিস্থিতিতে কীভাবে খাতা জমা দেওয়া সম্ভব? তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও সেবিষয়ে পর্যদের তরফে কোন উতি্তর মেলেনি।- প্রথম রূপান্তরকামী ‘বাবা’ সন্তান প্রসব করলেন - February 9, 2023
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023