Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

জুটিতে স্মৃতিচারণে ব্যাস্ত টলিউডের এই দম্পতি, মুহূর্তে ভাইরাল শৈশব।

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে বাড়িতে একরাশ অনিচ্ছা নিয়ে বন্দি হয়ে দিন কাটাতে হচ্ছে রাজ্য তথা শহরবাসীকে। বাদ যাননি টলিউডের তারকারাও। একেই করোনার জেরে ১৮ই মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল সিনেমা- সিরিয়ালের সমস্ত শুটিং। আর লকডাউনের সুবাদে এখন বাড়ির বাইরে পা রাখা দায়। ফলে সারাদিন বাড়িতে বসে এখন স্মৃতি রোমন্থন করেই অবসর সময় কাটাছেন রাজ্যবাসী। সোশ্যাল মিডিয়াতে ইতি মধ্যেই সকলে সানন্দে নিচ্ছেন “দেন অ্যান্ড নাও” চ্যালেজ । বাদ যাচ্ছেননা টলি তারকারাও। এবার সেইদলে নাম লেখালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। 

যদিও তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন টলিউডে ।তবে সকলে তাঁকে চেনেন অভিনেতা হিসেবেই। সম্প্রতি নিজের সোশ্যাল অ্যকাউণ্টে ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নিজের ছোটবেলার ছবি।

কর্তার পাশাপাশি গিন্নীও কিন্তু নিজের ছেলেবেলাকে নিয়ে এসেছেন সকলের সামনে। তারকা দম্পতির এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছে। 

Inform others ?
Show Buttons
Hide Buttons