জীবিত শ্রমিকদের মৃত বলে পিএফ-র টাকা আত্মসাৎ

জলপাইগুড়ি, ২২ মে: ডুয়ার্সের কেরন চা বাগানে জীবিত শ্রমিকদের মৃত বলে পিএফ-র টাকা আত্মসাৎ করা হচ্ছে ।জীবিত মানুষকে মৃত দেখিয়ে পিএফের টাকা তুলে নিচ্ছে কিছু দুষ্কৃতি । প্রকাশ্যে এল নাগরাকাটা ব্লকের কেরন চাবাগানে এরকম এক ঘটনা । সোমবার তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় কুজুর নিজে গিয়ে ম্যানেজারের সামনে ওই মৃত ব্যক্তিদের সামনে নিয়ে হাজির করালেন ।

এই ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে শ্রমিকদের মধ্যে । এদিন এরকমই চার জনকে প্রকাশ্যে আনা হয়, যাদের নামে মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট তুলে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার একটি র‍্যাকেট চলছে । পরে অবশ্য আরও দুই জনের খোঁজ পাওয়া যায় যারা চাবাগানের অফিসেই কাজ করে চলেছেন । অথচ তাদেরকেও মৃত দেখানো হয়েছে ।

তবে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি । তবে শুধু এই চাবাগানেই এই র‍্যাকেট কাজ করছে তা নয় ডুয়ার্সের অনান্য চাবাগানের এই চক্র সক্রিয় বলে মনে করা হচ্ছে বলে সূত্রের খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube