
নিউজটাইম ওয়েবডেস্ক : ।।শুভঙ্কর সিনহা ।।
জিটিএ চুক্তি থেকে সই প্রত্যাহার করলো গোর্খা জনমুক্তি মোর্চা। শুক্রবার সই প্রত্যাহারের সিদ্ধান্ত লিখিত আকারে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে দলের তরফ থেকে। এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানান দলের সাধারণ সম্পাদক রোশন গিরি। তার দাবি, জিটিএ গোর্খাদের উন্নয়নের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। কিন্তু এতবছরেও তা কোনভাবেই গোর্খাদের উন্নয়নের পক্ষে কোনো কাজ করেনি।সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের ১৮ জুলাই শিলিগুড়ির পিন্টেল ভিলেজে কেন্দ্র,রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে এই চুক্তি সাক্ষরিত হয়েছিল। পরবর্তীতে এই জিটিএ চুক্তি আইনে পরিবর্তিত হয়ে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সই প্রত্যাহার কতটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও রোশন বলেন, “আমরা আমাদের সই প্রত্যাহারের মাধ্যমে সমর্থন উঠিয়ে নিলাম। এরপরে আগামীতে এই জিটিএ-এর ভাগ্য সম্পূর্নভাবে কেন্দ্র ও রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।”Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023