
সুকন্যাকে নতুন করে আর জেরার কিছু নেই। এই মামলায় গ্রেফতার হওয়া বিএসএফ ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যাল এর নাম যথেষ্ট তথ্যপ্রমাণ সহ ইডির চার্জশিটে থাকলেও তাকে গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র অনুব্রত মণ্ডলের কন্যা বলেই সুকন্যাকে গ্রেফতার করা হয়েছে। সুকন্যার গত একবছর ধরে চিকিৎসা চলছে, আগামি জুন মাসে অস্ত্রোপচার হবার কথা। এই তিনটি বিষয় উল্লেখ করে জামিনের হয়ে সওয়াল করেন সুকন্যার আইনজীবি।
ইডির পক্ষ থেকে বলা হয়, অনুব্রতর হিসাবরক্ষক মনিশ কোঠারির বয়ানে সুকন্যা মণ্ডল সমস্ত ব্যবসা দেখতেন এবং তাঁকে নির্দেশ দিতেন, সেটা পরিষ্কার লেখা আছে। এছাড়াও অনুব্রত মণ্ডল একজন অশিক্ষিত ব্যক্তি। তাঁর পক্ষে অ্যাকাউন্টেন্ট এর সাথে কথা বলে এত টাকা হেরফের করা সম্ভব না। সুকন্যা মন্ডল একজন শিক্ষিত এবং পূর্ণবয়স্ক ব্যক্তি। তিনি কিছু না জেনেবুঝেই সবকিছুতে সই করেছেন, এটা বিশ্বাসযোগ্য নয়। এই ধরণের গুরুতর তছরূপের মামলায় জামিন হয়না । শুনানি শেষ, আগামি ১লা জুন রায় জানাবে রাউজ এভিনিউ আদালত।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023