জাপানে হেলিকপ্টার দুর্ঘটনা

।। স্বর্ণালী মান্না ।।

জাপানে একটি সামরিক হেলিকপ্টার মাঝসমুদ্রে ভেঙে পড়ে যায় । জাপানের প্রতিরক্ষা মন্ত্রী, ইয়াজুকাজু হামাদার দাবি অনুযায়ী হেলিকপ্টারে ১০ জন ব্যক্তি ছিলেন । উদ্ধারকারীরা দক্ষিণ জাপানের জলে এখনও খোঁজ চালিয়ে যাচ্ছেন ।

জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অফ স্টাফ, ইয়াসুনরি মরিশিতা জানিয়েছেন, হেলিকপ্টারের অংশগুলি এখনও সমুদ্রে রয়েছে ।জ্বালানি ও হেলিকপ্টারের পাখা সমুদ্রে পাওয়া গিয়েছে ।সমুদ্র থেকে উদ্ধার করা গেছে হেলিকপ্টারের একটি দরজা ও জানলা । তিনি আরও জানান, ২ জন পাইলট, ২ জন মেক্যানিক সহ আরও ৬ জন যাত্রী ছিলেন । যাত্রীদের মধ্যে একজন উচ্চপদস্থ আধিকারিক, লেফটিনেন্ট কমান্ডার ইয়ুচি সাকামোটোও ছিলেন ।

সুত্রের খবর জাপানের মিয়াকো দ্বীপের কাছ থেকে বিকেল ৪টে নাগাদ হেলিকপ্টারটি রাডারের বাইরে চলে যায় । যদিও সেই সময় কোনও রকমের খারাপ আবহাওয়ার খবর পাওয়া যায়নি ।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন তারা উদ্ধারকাজে মানব জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube