
।। সন্দীপ সুর ।।
অসবর জল্পনা উড়িয়ে জাতীয় শিবিরে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোনও রকম ঝুঁকি না নিয়ে রোনাল্ডোকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন নতুন কোচ রবার্তো মার্টিনেজ । চলতি মাসেই ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামছে পর্তুগাল। বিশ্বকাপে ব্যর্থতার পর ছাঁটাই হয়েছেন কোচ স্যান্টোস ।
তার পরিবর্তে দলের দায়িত্বে এসেছেন বেলজিয়ান কোচ মার্টিনেজ। তার সামনে এবার বড় চ্যালেঞ্জ ইউরো কাপের বাছাই পর্ব। লিশটেনস্টাইন এবং লুক্সেমাবার্গের বিরুদ্ধে দুটি ম্যাচের জন্য এখনও দল ঘোষণা করেনি পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তবে জাতীয় শিবিরে ফুটবলারদের তালিকায় রাখা হয়েছে সিআরসেভেন এবং আরও এক অভিজ্ঞ ফুটবলার পেপেকে।। মার্টিনেজের এই পদক্ষেপ থেকেই স্পষ্ট ২০২৪ সালের ইউরো কাপের জন্য মার্টিনেজের পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ রোনাল্ডো ।
Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023