
নিউজটাইম ওয়েবডেস্ক : নতুন বছরের শুরু থেকে কনকনে শীতের দাপট পুরুলিয়া জেলা জুড়ে। আজ সকালে কুয়াশা সে অর্থে না থাকলেও উত্তরের হাওয়ার দাপটে হার কাঁপানো ঠান্ডা। সকাল থেকে প্রায় সাতটা পর্যন্ত ঠান্ডার দাপটে রাস্তাঘাট শুনশান বললেই চলে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা আরো নামবে এবং ঠান্ডার দাপট আরো বেশ কয়েকদিন চলবে এমনই মত আবহাওয়া দপ্তরের।
অন্যদিকে নতুন বছরের প্রথম দিন থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী লাল মাটির জেলা বাঁকুড়ায়। শুক্রবার সকালে উত্তুরে হাওয়ার দাপটে জবুথবু এই জেলা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রী সেলসিয়াস। কুয়াশার তীব্রতা গত কয়েকদিনের তুলনায় এদিন যথেষ্ট কম। আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি মরশুমের শীতলতম দিন আজ। শীতের তীব্রতা বাড়ায় এদিন প্রাতঃভ্রমণে বেরোনো মানুষের সংখ্যা যথেষ্টই কম। মাত্র কয়েক দিনের শীত তারা উপভোগ করছেন বলেই জানিয়েছেন তারা।।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023