নিউজটাইম ওয়েবডেস্ক :
রাজ্যে অব্যাহত
জাঁকিয়ে শীত। জানুয়ারি মাসের শুরু থেকেই শীতে কাঁপছে রাজ্য। রবিবার সকালেও টের পাওয়া
গেল সেই শীতের। পরপর তিনদিন রাজ্যের তাপমাত্রা রইল কখনও ১২ ডিগ্রির ঘরে, আবার কখনও
তারও নীচে।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা
রেকর্ড হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস এও
জানিয়েছে, এই শীত থেকে খুব তাড়াতাড়ি মুক্তি নেই। আগামী ৫ দিন এমনই থাকবে শীতের উপস্থিতি।মালদহ
ও দুই দিনাজপুরে শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। স্বাভাবিকের থেকে দিনের তাপমাত্রা
৫ ডিগ্রি কম থাকবে।পশ্চিমাঞ্চলে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে শৈত প্রবাহের সর্তকতা।বাংলার
পাশাপাশি বিহার ও উড়িষ্যায় ও শৈত্যপ্রবাহের সর্তকতা।
আরও জানা গিয়েছে,
গঙ্গাসাগরে মোটের উপর স্বাভাবিক থাকবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা বেলা বাড়লেও
আকাশ থেকবে পরিষ্কার। উত্তুরে হওয়ার গতি থাকবে ১৫ থেকে ২০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
স্বাভাবিকের থেকে নিচে থাকবে পারদ।