
নিউজটাইম ওয়েবডেস্ক : গত কয়েকদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। এই বিপর্যয়ের কবল পড়ে ধসে গেল আইটিও এলাকার একটা বাড়ি। ওই বাড়ির পাশ দিয়ে যাওয়া একটা খালের জল উপচে মাটি ধসে এই বিপর্যয়। এমনটাই দিল্লি পুরসভা সূত্রে খবর। তবে ঘটনার সময় ওই বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। ফলে প্রাণহানি আটকানো গিয়েছে। এমনটাও জানিয়েছে পুরসভা। তবে, এই দুর্ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে বাড়ির তলা জলে ধুয়ে চোখের নিমেষে ভেসে গেল। স্থানীয়দের দাবি, নিকাশি নালা হিসেবে সেই খাল ব্যবহার করে পুরসভা। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে মজে যাওয়া কাল উপচে এই দুর্ঘটনা। সেই ভিডিওতে দেখা গিয়েছে, সেই বাড়ি ধসে পড়ার সময় স্থানীয়দের মধ্যে কতটা আতঙ্ক ছড়িয়েছিল। আর্তনাদ ও চিৎকারে ভরে গিয়েছিল এলাকা।
দুর্ঘটনার পরেই ক্যাটস ও দমকলের আধিকারিকরা দুর্ঘটনাস্থলে গিয়েছে। চলেছে সাফাই ও উদ্ধারকার্য।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022