
নিউজটাইম ওয়েবডেস্ক : জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাস দমনে মিলল সাফল্য। মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনী ৩ জঙ্গিকে কোণঠাসা করে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। দীর্ঘক্ষণ চলে সেনা-জঙ্গি গুলির লড়াই। শেষপর্যন্ত নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে খতম হয় ২ জঙ্গি। কিন্তু ১ জঙ্গি পালাতে সক্ষম হয়। তৃতীয় যে জঙ্গি নাগাল ফসকে পালায় মনে করা হচ্ছে সে গত সপ্তাহে সিআরপিএফের উপর হওয়া জঙ্গি হামলার শরীক ছিল। ওই গোলাগুলি চলার সময়েই জঙ্গিদের গুলিতে ৬ বছরের একটি শিশুর মৃত্যু হয়। যে জঙ্গি পালিয়েছে, অনুমান শিশুটিকে গুলি করে হত্যা করেছিল সেই-ই।
গোয়েন্দা সূত্রে খবর মেলে যে ওয়াঘামা গ্রামের কাছে একজায়গায় জঙ্গি কার্যকলাপ চালানোর জাল বুনছে কিছু জঙ্গি, তারপরেই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। “দুই জঙ্গি খতম হলেও জিহাদ দাস নামে এক জঙ্গি পালাতে সক্ষম হয়েছে”, বলেন এক পুলিশ কর্তা। সোমবারই অনন্তনাগের খুলচোহর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম করা সম্ভব হয় অন্য ৩ জঙ্গিকে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022