
নিউজটাইম ওয়েবডেস্ক : জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন জিসি মুর্মু। তাঁর জায়গায় নয়া লেফটেন্য়ান্ট গভর্নর করা হয়েছে মনোজ সিনহাকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের খবর, দেশের নতুন অডিটর জেনারেল পদে নিয়োগ করা হচ্ছে জিসি মুর্মুকে। আসলে কয়েকদিনের মধ্যেই দেশের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রাজীব মহর্ষি ৬৫ বছরে পা দেবেন ফলে তাঁকে ওই গুরুদায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। খবর অনুযায়ী, রাজীব মহর্ষির জায়গায় ওই পদে বসানো হবে জিসি মুর্মু-কেই। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটিও একটি সাংবিধানিক পদ এবং এটিকে কখনোই ফাঁকা রাখা যায় না। তবে ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির দিনই জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে মুর্মুর ইস্তফা নানা জল্পনারও জন্ম দিয়েছে।
জিসি মুর্মুর জায়গায় জম্মু ও কাশ্মীরের নয়া লেফটেন্য়ান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা। এর আগে তিনি লোকসভার সাংসদ এবং বিজেপির জাতীয় কাউন্সিলের সদস্য ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মেয়াদে তিনি প্রতিমন্ত্রীও ছিলেন। এবার তাঁর হাতে উপত্যকার প্রশাসনের রাশ থাকবে। রাষ্ট্রপতির কার্যালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “জম্মু ও কাশ্মীরের লেফটেন্ট্যান্ট গভর্নর পদ থেকে গিরিশ চন্দ্র মুর্মুর পদত্যাগ রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এবার তাই জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্ট্যান্ট গভর্নর হিসাবে মনোজ সিনহাকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।” এদিকে মোদি সরকারের এক ঊর্ধ্বতন আমলা এনডিটিভিকে বলেন, “অডিটর জেনারেল রাজীব মহর্ষি আগামী ৮ অগাস্ট ৬৫ বছরে পদার্পণ করবেন, তাই সরকারি তরফে ওই পদে আরেকজন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ করার জন্যই এই তাড়াহুড়ো করা হচ্ছে।”- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022