
নিউজটাইম ওয়েবডেস্ক :
সোমবার সকালে ফের একবার জম্মু ও কাশ্মীরে হামলা চালালো জঙ্গিরা। বারামুল্লা জেলায় হওয়া ওই জঙ্গি হানায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ২ কর্মী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক কর্মী মিলিয়ে মোট ৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। ক্রেড়ির একটি চেকপোস্টে সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ দল টহল দিচ্ছিলো। সেই সময়েই হঠাৎ করে কিছু জঙ্গি এসে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হামলার পরেই ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় জঙ্গিরা। “ওই জঙ্গি হামলায় আমরা ৩ জওয়ানকে হারিয়েছি। দ্রুত ওই এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে। আমরা গোটা ঘটনাটির তদন্ত করছি”, বলেন পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার। এই নিয়ে কাশ্মীরে গত এক সপ্তাহে তৃতীয়বার নিরাপত্তা বাহিনীর উপর হামলা হলো।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022