
নিউজটাইম ওয়েবডেস্ক : চার দিন পরপর ক্রমবর্ধমান পেট্রোলের দাম। সম্প্রতি লিটার পিছু পেট্রেলোর দাম ছিল ৭৩.৩০ টাকা। কিন্তু মাত্র দিনকয়েকের মধ্য়েই সেই দাম বেড়ে হল ৭৫ টাকা। অর্থৎ লিটার প্রতি দাম বাড়ল ২ টাকা। অন্যদিকে বুধবার ফের কলকাতায় পেট্রোলের দাম বাড়ল ৩৮ পয়সা। যার জেরে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়াল ৭৫.৩৬ টাকা।
করোনার মারে ইতিমধ্যেই কাজ খুইয়েছেন বহু মানুষ। নিজেদের অন্নের জোগাড় করতেই যেখানে হিমসিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে সেখানে পেট্রোলের দাম এইভাবে বেড়ে যাওয়ায় নতুন করে কপালে চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর। সুত্রের খবর, সেমবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৪.৪৬ টাকা। মঙ্গলবার ৫২ পয়সা বাড়ায় সেই দাম বেড়ে হয়, ৭৪.৯৮ টাকা। বুধবার তা আরও ৩৮ পয়সা বেড়ে দাঁড়াল ৭৫.৩৬ টাকাতে। গত ২ মাস সাত দিন পেট্রোলের দাম স্থির ছিল ৭৩.৩০ টাকায়। করোনা পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না হলেও সোমবার থেকে রাজ্যের সরকারি-বেসরকারি প্রায় সব কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে সরকারের তরফে। তাই অনেকে সরকারি বা বেসরকারি বাসের অপেক্ষায় না থেকে নিজেদের সুরক্ষার জন্য প্রাইভেট গাড়িতেই অতিরিক্ত টাকা খসিয়ে অফিসে যেতে স্বাচ্ছ্যন্দ বোধ করছেন। কিন্তু বিধবার পর্যন্ত পেট্রোলের ২ টাকা দাম বাড়ার ফলে তাঁরাও নতুন করে চিন্তায় পড়েছেন। প্রথম রবিবার কলকাতায় পেট্রোলের দামের বৃদ্ধি ঘটেছে। তারপর দুটো দিন কাটতে না কাটতেই ২.০৪ টাকা বাড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৭৫.৩৬ টাকা।Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023