
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘জনতা কার্ফু’-এর প্রভাব এবার ভারতীয় রেলেও। শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত চলবে না কোনও লোকাল বা দূরপাল্লার ট্রেন। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে কিছু সংখ্যক লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিতে পারে রেল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট শাখা।
শনিবার মাঝরাত থেকে রবিবার রাত ১০ টা পর্যন্ত বালিত করা হয়েছে মোট ২৪০০টি প্যাসেঞ্জার ট্রেন। তবে মাঝপথে আটকে থাকা ট্রেনগুলিকে তাদের গন্তব্যে পাঠানো হবে। তবে যে ট্রেনগুলি খালি থাকবে সেগুলিকে মাঝপথে থামিয়ে রাখা হতে পারে। এই পুরো বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শাখার ওপর। প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি ২২ মার্চ তথা রবিবার ভোর ৪ টে থেকে রাত্রি ১০টা পর্যন্ত বাতিল করা হল দূরপাল্লার ট্রেন। তবে যে ট্রেনগুলি যাত্রাপথে থাকবে, সেই সমস্ত ট্রেনের ক্ষেত্রে এই বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবেনা। সেগুলি তাদের যাত্রাপথে সচল থাকবে বলে জানানো হয়েছে। তবে দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় টিকিটের টাকা সহজেই ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে রেল কর্তৃপক্ষের তরফে। এছাড়া ট্রেনে ভিড় এড়াতে এবং আটতে পড়া যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থাও করা হতে পারে। উল্লেখ্য, করোনার আতঙ্ক দেশবাসীর মন থেকে দূর করতে এবং এই ভাইরাসের সংক্রমণ রুখতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই আগামী ২২ মার্চ তথা রবিবার জনতা কার্ফু পালনের অনুরোধ করেন তিনি। ওইদিন সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত সকল দেশবাসীকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেন তিনি। তবে শুধু জনতা নয়, এবার সেই জনতা কার্ফুর প্রভাব পড়ল রেলেও।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023