জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

এক কিশোরের শ্বাসনালীতে আটকে ছিল বাঁশি । আটকে থাকা সেই বাঁশীই জটিল অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল । ।

সূত্রের খবর, আমবাড়ির বাসিন্দা পেশায় ইলেক্ট্রিকের মিস্ত্রী বিপ্লব রায় । অস্ত্রোপচার করা হয় তাঁর নয় বছরের ছেলে, বিবেক রায়ের উপর । সূত্রের খবর, এক মাস আগে,বাঁশি বাজানোর সময়, বিবেকের বুকের কাছে শ্বাসনালীতে বাঁশিটি আটকে যায় ।

পরিবারের লোক ১৬ মে বিবেককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন । বৃহস্পতিবার জটিল অস্ত্রোপচার করে শ্বাসনালী থেকে সেই বাঁশি বের করলেন চিকিৎসকরা । হাসপাতাল সুত্রে জানা যাচ্ছে অস্ত্রোপচারটি সফল হয়েছে । বর্তমানে কিশোর সম্পূর্ণ সুস্থা বলে জানালেন হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক রাধেশ্যাম মাহাতো ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube