
।। প্রসেনজিৎ সাহা ।।
সুন্দরবনঃ বিগত কয়েক বছরে সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে লাগাতার বাঘের হামলার মুখে পড়ে প্রাণ হারিয়েছেন মৎস্যজীবীরা। পেটের টানে জঙ্গলে যেতেই হয় সুন্দরবনের নদী তীরবর্তী কুমিরমারি, সাতজেলিয়া, লাহিড়ীপুর, পাখিরালয় সহ আশপাশের এলাকার মানুষদের। কিন্তু সেখানে গিয়ে বারে বারে বাঘের হামলার মুখে পড়ে অনেকেই স্বামী, সন্তান হারিয়েছেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফেও বারবার এ বিষয়ে নদী তীরবর্তী গ্রামে প্রচার চালানো হয়েছে।
জঙ্গল নির্ভরতা কমাতে নানা উদ্যোগও নেওয়া হয়েছে বন দফতর ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে। গ্রামে মৌমাছি পালনের মধ্যে দিয়ে মধু সংগ্রহ, গ্রামের পুকুরে মাছ চাষ সহ নানা উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে সরকারি ভাবে। এবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে গ্রামের মহিলাদের হাতের কাজ শেখানোর উদ্যোগ নেওয়া হয়। বিগত তিনমাস ধরে নানা ধরনের হাতের কাজ শেখানো হয় যৌথ বন পরিচালন কমিটির মহিলাদের।
মূলত এই এলাকার মানুষের জঙ্গল নির্ভরতা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয় বন দফতরের তরফে। এই প্রশিক্ষনের মধ্যে দিয়ে মহিলারা নানা ধরনের হাতের কাজ শিখে বর্তমানে ফুলদানি, ব্যাগ, টি শার্ট সহ ঘর সাজানোর নানা সামগ্রী তৈরি করছেন যাতে সুন্দরবনের ছোঁয়া রয়েছে। আর তাঁদের তৈরি এই সমস্ত সামগ্রী বিক্রির জন্য সজনেখালিতে একটি প্রদর্শনী করা হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে। যেহেতু এখন পর্যটন মরশুম চলছে, সেই কারণে সুন্দরবনে বেড়াতে এসে এই প্রদর্শনী থেকে পর্যটকরা নানা সামগ্রী কিনতে পারছেন। এরফলে রোজগারও হতে শুরু করেছে এই মহিলাদের।
জিনিষপত্র বিক্রির পাশাপাশি এখানেই নিজেরা হাতে তৈরি করছেন সেই সব সামগ্রী, যা দেখতে পর্যটকরা ভিড়ও জমাচ্ছেন। মহিলাদের এই হাতের কাজ শেখাতে কলকাতার একটি বেসরকারি সংস্থা উদ্যোগী হয়েছে। মূলত তারাই এই মহিলাদের কাজ শিখিয়ে তাদের হাতের তৈরি সামগ্রী বিক্রির ব্যবস্থা করে এদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য উদ্যোগ নিয়েছে।
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023