
নিউজটাইম ওয়েবডেস্ক : দার্জিলিং এর পদ্মজা নায়ডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় দার্জিলিংয়ের চিড়িয়াখানাতেই রেড পান্ডার বংশবিস্তার করানো হচ্ছে ৷ দার্জিলিং চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, এবার চার বছরের নুমা, দু বছরের তিস্তা ও নীরাকে বাছাই করা হয়েছে। শুক্রবার তাদের গৈরীবাসের তূলনামূলক কম ঘন জঙ্গলে ছাড়া হয়। সেখানে তাদের প্রায় তিন থেকে চারমাস পর্যবেক্ষণে রাখার পর তাদের সিঙ্গালিলার জঙ্গলে ছাড়া হবে। প্রাণীকে তূলনামূলক কম ঘনত্বের জঙ্গলে ছাড়া হয়েছে ৷ তাদের উপর সর্বক্ষণ নজরও রাখা হচ্ছে ৷ স্বাভাবিক পরিবেশে তারা স্বাধীন ও সুস্থভাবে বেঁচে থাকতে পারবে কি না, সেটাই খতিয়ে দেখা হচ্ছে ৷ এই পরীক্ষা সফল হলেই ওই তিনটি রেড পান্ডাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷
“রেড পান্ডা বৃদ্ধি প্রকল্পে” সারা দেশে প্রথম দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক। এক বছরের মাথায় ফের রেড পান্ডাকে চিড়িয়াখানা থেকে উন্মুক্ত জঙ্গলে ফেরানোর উদ্যোগ নিল রাজ্য বন দপ্তর ও দার্জিলিং চিড়িয়াখানা। খোলা জায়গায় তাদের অসুবিধা হবে না বলেই আশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের ৷ জঙ্গলে ছাড়ার আগে রেড পান্ডাগুলিকে জিপিএস কলার পরানো হবে ৷ নিউজিল্যান্ড থেকে সেই কলার আনা হচ্ছে ৷ এই কলারের সাহায্যে এই তিনটি প্রাণীর উপর নজরদারি চালানো হবে ৷ পাঁচ বছর আগে পার্কে রেড পান্ডার সংখ্যা ছিল ১১টি ৷ বর্তমানে তা বেড়ে হয়েছে ২৯ ৷Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023