ছোট্ট সঙ্গীকে নিয়ে ট্রেডমিলে মুখ্যমন্ত্রী

।। স্বর্ণালী মান্না ।।

যে রাঁধে সে চুলও বাঁধে । এক হাতে যেমন সামলাচ্ছেন রাজ্য-রাজনীতি, সমান দক্ষতায় নজর রাখছেন নিজের স্বাস্থ্যের উপরেও ।

এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেডমিলে হাঁটছেন তিনি । তবে এবার তিনি একা নন । তাঁর সঙ্গে রয়েছে তাঁর ছোট্ট পোষ্যটিও ।

তৃণমূল নেত্রী ঠিক কতটা স্বাস্থ্য সচেতন এই কথাটির কারোর অজানা নয় । রাজ্যের মুখমন্ত্রী বলে কথা! খুবই ব্যস্ততায় কাটে তাঁর প্রত্যেকটি দিন ।তাও নিয়ম করে সময় বের করে শরীরচর্চা করতে ভোলেন না তিনি ।হাঁটতেও বেজায় ভালবাসেন তিনি । এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ট্রেদ্মিলে হাঁটতে হাঁটতেই তিনি বাজেট তৈরি করেছিলেন ।

https://www.instagram.com/reel/Cr7421DsOag/?utm_source=ig_web_copy_link

আজ রবিবার, তিনি অনুগামীদের সাথে ভাগ করে নিলেন তাঁর শরীরচর্চার একটি ছোট্ট ভিডিও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube