ছেলের কাঁধে মায়ের মৃতদেহ, এ ছবি প্রত্যাশিত ছিল না

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ এক করুণ দৃশ্যের সাক্ষী রইল জলপাইগুড়ি।অসুস্থ মা’কে হাসপাতালে ভর্তি করেছিল দরিদ্র ছেলে।প্রাণে বাঁচেনি মা। মায়ের শবদেহ বাড়ি নিতে অসহায় পুত্রের প্রচেষ্টা চোখে জল আনল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে। ছেলে খুব বেশি সমর্থবান নয়, তবু মা অসুস্থ হলে ৯০০ টাকা ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে তাঁকে ভর্তি করেন হাসপাতালে।

মা’এর প্রান বাঁচল না। হাসপাতাল থেকে ক্রান্তির বাড়িয়ে মায়ের শবদেহ নিয়ে যেতে চান ছেলে। শববাহী গাড়ি ৩ হাজার টাকা ভাড়া নিতে চায়।কিন্তু ছেলে বড়জোড় ১২০০ টাকা দিতে পারে শববাহী গাড়ির জন্য। অনেক আকুতি মিনতি করলেও কম টাকায় যেতে রাজি হয় না শববাহী গাড়ি। ছেলে ঠিক করেন গাড়ি না পেলে কাঁধে করেই নিয়ে যাবেন মাকে।

করলেনও তাই। মাকে চাদরে মুড়ে কাঁধে করে বাড়ির দিকে রওনা হয় ছেলে।এই দৃশ্য দেখে রব ওঠে চারদিকে। বিষয়টি চোখে পড়ে এক স্বেচ্ছাসেবী সংগঠনের।তারাই একটি শববাহী গাড়ি ঠিক করে দেয়। বেশ কিছুটা পথ মাকে কাঁধে করে নিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত শববাহী গাড়িতে তোলা হয় তাঁকে।এই ছবি দেখে সকলেই বলছেন, ‘এ ছবি প্রত্যাশিত ছিল না।’  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube