ছিল আবাসের বাড়ি, হয়ে গেল ওষুধের দোকান

নিউজটাইম ওয়েবডেস্ক : ভাড়ায় দেওয়া হয়েছে আবাস যোজনার বাড়ি। আর সেই বাড়িকে নতুন করে সাজিয়ে গুছিয়ে চলছে ওষুধের দোকান। হলদিয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম নগর কলোনির বীরাঙ্গনা ব্লকের এই ঘটনা নজরে আসার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ঘটনার তদন্তের জন্য প্রশাসনিক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

জানা যাচ্ছে, বাড়িটি আরতি প্রধান নামের এক মহিলার। ২০১৮-১৯ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তিন লক্ষাধিক টাকা পান তিনি। স্বামীর বাড়িতে ঠাঁই না মেলার কথা জানিয়ে  পৈতৃক সূত্রে পাওয়া জমিতে তিনি তৈরি করেন আবাস যোজনার বাড়ি। স্থানীয় সূত্রের খবর, মাস চারেক আগে সেই বাড়ির সাজসজ্জা একেবারে বদলে যায়। তারপর সেই বাড়ি ভাড়া দেওয়া হয় তমলুকের নিমতৌড়ির বাসিন্দা এক ব্যবসায়ীকে। মাসিক ৬ হাজার টাকা ভাড়ায় সেখানে ওষুধ দোকান চালু করেন ওই ব্যবসা।

সূত্রের খবর, আরতির স্বামী স্বপন প্রধান হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের ঘনিষ্ঠ। স্বপন হলদিয়ার একটি কারখানার শ্রমিক। ফলে আর্থিকভাবে স্বচ্ছল ওঁর পরিবার। স্থানীয়দের ধারণা, পুরসভার চেয়ারম্যান ঘনিষ্ঠ হওয়ার কারণে প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে আবাস যোজনার বাড়ি বাগিয়েছেন স্বপন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube