
নিউজটাইম ওয়েবডেস্ক : বামেদের ডাকা বনধে শামিল হওয়ায় বাংলাদেশের পড়ুয়াকে দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় দপ্তরের সামনে দীর্ঘক্ষণ আন্দোলন চালায় বামেরা। আর তাঁদের সঙ্গে এদিন শামিল হয়েছিলেন আপসারা মিম নামের এক বাংলাদেশী পড়ুয়া। সেখানেই ঘটল বিপত্তি। বিদেশি হয়েও এদেশের ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় দেশ ছাড়ার নির্দেশ দিয়ে তাঁকে বিদেশ মন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে।
তবে ঘটনাটির সুত্রপাত ঘটে ২০২০-এর ৪ ঠা জানুয়ারি। বিভিন্ন দাবি নিয়ে ২৪ ঘন্টার জন্য বনধের ডাক দেয় সমস্ত বাম সংগঠনগুলি। বিশ্বভারতীর সমস্ত বামপন্থী পড়ুয়ারাই সেই বনধে যোগদান করে। এই আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে ছিলেন আপসারা মিম নামে বাংলাদেশের ওই ছাত্রী। বিশ্বভারতীর শিল্পসদনের ডিজাইন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সে। কিন্তু বিদেশে থেকে কেন্দ্র বিরোধী এক কর্মসূচিতে শামিল হওয়ায়, ভিসা আইন লঙ্ঘন করেছেন তিনি। তাই এদিন বিদেশ মন্ত্রকের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে আপসারা মিমকে। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে ওই পড়ুয়াকে দেশ ছাড়তে হবে। পড়াশোনা করতে এসে এই ধরনের পরিস্থিতির মুখে পড়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন ওই পডুয়া। তবে বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশের দাবি, ছাত্র আন্দোলন বন্ধ করতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। যদিও এপ্রসঙ্গে এখনও নিরব দর্শকের ভূমিকা পালন করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023