
নিউজটাইম ওয়েবডেস্ক : স্কুলে পড়ুয়াদের সাথে আপত্তিকর আচরণের জেরে এবার শিক্ষককে গাছে বেঁধে রাখল পড়ুয়ারা। দিনের পর দিন চলছিল প্রধান শিক্ষকের এই নোংরা আচরণ। যার প্রতিবাদেই এদিন একজোট হয়ে ওই প্রভান শিক্ষককে গাছে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয় স্কুলের পড়ুয়ারা। খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কিন্তু সেখানেও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা।
ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপালে উন্তিশোল রসনাময়ী জুনিয়ার হাইস্কুলে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম অরুণ কুমার সিংহ মহাপাত্র।পড়ুয়াদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সঙ্গে তিনি আপত্তিকর আচরণ করছেন। ছাত্রীদের অভিযোগ, ক্লাস নেওয়ার নাম করে প্রধান শিক্ষক মাঝে মধ্যেই ক্লাসে আসেন। তারপর ক্লাস থেকে ছাত্রদের বের করে দিয়ে ছাত্রীদের গান করতে বলেন। তারপরেই ছাত্রীদের হাত ধরে টানাটানি করেন এবং নানারকম আপত্তিকর আচরণও করতে থাকেন। প্রায় প্রতিদিনই এক কাজের পুনরাবৃত্তি হচ্ছিল। এদিনও তার অন্যথা হয়নি। এই ঘটনার জেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পড়ুয়া একজোট হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুল চত্বরেই একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করতে সেখানে পৌঁছায় সিমলাপাল থানার পুলিশ। কিন্তু পুলিশকে ঘিরেও পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এবঁ একইসাথে ওই প্রধান শিক্ষকের কঠোরতম শাস্তির দাবিও তোলেন। যদিও তাঁর বিরুদ্ধে করা এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ।Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023