
নিউজটাইম ওয়েবডেস্ক : নতুন ছবি করে কবে তিনি ফ্লোরে আসবেন জানা নেই।তবে শারুখ খান কিন্তু নিজেকে ব্যস্ত রেখেছেন। বিভিন্ন অনুষ্ঠানে মধ্যমণি হচ্ছেন কিং খান। এবার তাঁকে দেখা গেল ভারত অস্ট্রেলিয়ার একটি যৌথ অনুষ্ঠানে। মেলবোর্নের লা ট্রবের বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি হয়েছিলেন তিনি। সেখানকার ফিল্ম ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও দেখা যাবে বলিউড বাদশাকে।
ছবি একের পর এক ফ্লপ। কিন্তু তাঁর জনপ্রিয়তায় একফোঁটা ভাটা পড়েনি। এবার সুদূর অস্ট্রেলিয়া থেকে তাঁর ডাক পড়ল। মেলবোর্নের লা ট্রবের বিশ্ববিদ্যালয়ের সাথে এক চুক্তিতে আবদ্ধ হলেন কিং খান। ভারতেই হল এই অনুষ্ঠান। শাহরুখ ছাড়াও টিনসেল টাউনের সেলিব্রিটিরাও এসেছিলেন এই অনুষ্ঠানে। ভারতের নানান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেলবোর্নের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আদানপ্রদান হবে। সে আদান প্রদানের যোগসুত্র হিসাবে কাজ করবেন শাহরুখ। সেখানে গিয়ে পড়াবারও আমন্ত্রন জানানো হয়েছে তাঁকে। এই দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত আপ্লুত।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023