ছবিতে ভাবনা চুরির অভিযোগ, মুখ খুললেন ডাব্বু রত্নানি

নিউজটাইম ওয়েবডেস্ক : দিন কয়েক আগে মুম্বইয়ের একটি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয় ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠান। তাঁর ক্যালেন্ডারে স্থান পাওয়ার জন্য অধীর আগ্রহে থাকেন বলিউড সেলেব্রিটিরা। ঐশ্বরিয়া রায় থেকে শুরু করে রেখা সকলকেই দেখা গিয়েছে এই বছরই ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শুটে। তবে এবছর প্রথমবার ক্যালেন্ডার শুটে আত্মপ্রকাশ করেছেন কিয়ারা আডবানী। কিন্তু ফটোশুটের পর থেকেই বিতর্কে জড়িয়েছে  কিয়ারার নগ্ন ফটো। কম সমালোচনাও হয়নি এই ফটো নিয়ে। এবার আবার নতুন করে ফটোগ্রাফারকে নিয়ে শুরু হল বিতর্ক। তাঁর বিরুদ্ধে চুরির অভি‌যোগ তুলে বলা হয়, কিয়ারার ‌যে ছবিটি তিনি তুলেছে, তা অন্য এক ফটোগ্রাফারের কনসেপ্ট।  

বছর কয়েক আগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রগ্রাহক মেরি বার্সচ একটি ফটোশুট করেন, ‌যেখানে ক্যামেরার বিপরীতে দেখা গিয়েছিল স্টেপ টেইলরকে। সেখানেও ঠিক একইভাবে আর্থাৎ কচুপাতায় গোপনাঙ্গ ঢেকে শুট করা হয়েছিল। এবার ঠিক একই ভঙ্গিতে কিয়ারা শুট করেছেন ডাব্বু রত্নানির ছবিতে। এর পর থেকেই নেটিজেনদের একাংশ মেরি বার্সচের সেই কনসেপ্টটাই চুরির অভি‌যোগ তোলেন ডাব্বু রত্নানির বিরুদ্ধে। ‌যদিও এই অভি‌যোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন ডাব্বু। তাঁর কথায়, ২০১১ সালে টাবুকে নিয়ে তিনি একটি ফটোশুট করেন। ‌যেখানে টাবুকে একটি নারকেল পাতা দিয়ে গোপনাঙ্গ ঢাকতে দেখা গিয়েছে। আর সেই ভাবনাকে কাজে লাগিয়েই কিয়ারার শুট করেছেন তিনি।

 

তবে এটাই প্রথম নয় এর আগেও এই ছবিটি নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন কিয়ারা আডবানী। ছবিটি প্রকাশ্যে আসতেই ট্রোল শুরু হয়ে ‌যায় টুইটার, ফেসবুকে। তবে বিতর্ক হলেও প্রশংসা কম কোড়াননি ডাব্বু ও কিয়ারা। বরং প্রশংসার ভিড়ে হারিয়ে গেছে ওই সমস্ত বিতর্ক ও সমালোচনা। কিয়ারার ছবি নিয়ে অনেকেই তা এমনভাবে এডিট করেছেন ‌যে, সোশ্যাল মিডিয়ায় তা হাসির খোরাক হয়ে উঠেছে। তাঁদের মধ্যে একজন কিয়ারার শরীর ঢাকতে ব্যবহৃত কচু পাতার নিচে  একটি ছাগলকে বসিয়ে দেন, ‌যেন ওই ছাগল পাতা খাচ্ছে। তবে এত সমালোচনার পরেও কোনভাবেই মুখ খোলেননি কিয়ারা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube