
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার আতঙ্কে জড়সড় সকলে। কি করলে এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসী মুক্তি পাবে? এখন সকলের মুখে মুখে এই একটাই প্রশ্ন। এবার সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে এক অব্যর্থ দাওয়াই নিয়ে এল বিশ্বের তিন দেশের গবেষক দল। ওষুধ প্রয়োগের ছ’দিনের মাথাতেই সুস্থ হয়ে উঠবেন আক্রান্ত রোগী। শুধু মুখের কথাই নয়, এই ওষুধের কার্যকারিতাও ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
চিন, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া এই তিনটি দেশের গবেকদের এই নতুন আবিষ্কার এক কথায় বিশ্ববাসীকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছে। তবে করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হতে এখনও কমপক্ষে দেড় বছর সময় লাগবে বলে জানিয়েছেন দেশের বেশ কিছু বিশেষজ্ঞরা। সুত্রের খবর, এখনও পর্যন্ত চিন, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার গবেষকরা মোট তিনটি গবেষণা করেছেন। গবেষনার পরে আক্রান্তের শরীরে একসাথে প্রয়োগ করা হয়েছে হাইড্রোক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন। যাঁদের ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছে, তাঁরা সকলের ছ’দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। তবে এখানেই এই পরীক্ষা শেষ হয়নি বলে দাবি করেছেন গবেষকেরা। তাঁদের কথায়, এখনও বেশ কিছু পরীক্ষা বাকি রয়েছে।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023