চড়ল রাজ্যের পারদ, আগামী সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার সকাল থেকেই ফের চড়ল রাজ্যের পারদ। আবহাওয়া দপ্তর সুত্রে পাওয়া খবর অনু‌যায়ী, কলকাতায় আজ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিনবঙ্গে এখনই বৃষ্টির কোন পূর্বাভাস নেই, আকাশও বেশ পরিষ্কার থাকবে। তবে মঙ্গলবারের পরে উত্তরবঙ্গের দার্জিলিং সহ কালিম্পং-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টিতে ভাসতে পারে সিকিমে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন ঘটবেনা। রাতে ও সকালের দিকে উত্তুরে হাওয়ার জেরে হালকা ঠান্ডা অনুভুত হলেও বেলা বাড়ার সাথে সাথে কমবে শীতের আমেজ।

হাওয়া অফিস জানাচ্ছে, আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৭.১ ডিগ্রি  সেলসিয়াস।‌যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি নীচে। এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ‌যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরমাণ ৩৭-৯৬ শতাংশ। আগামী সপ্তাহে মঙ্গল-বুধবার নাগাদ  আরও একটি পশ্চিমীঝঞ্ঝা আসছে জম্মু-কাশ্মীরে। ‌যার জেরে আবারও আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube