চ্যাম্পিয়ান্স লিগে ‘স্টার ওয়ার’, মেসিদের টিকে থাকার লড়াই
2 weeks ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
।। সন্দীপ সুর ।।
বায়ার্নের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াই পিএসজির। মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে বায়ার্ন – পিএসজি। ইউরোপ সেরার লড়াইয়ে মেসিদের অগ্নিপরীক্ষা। প্রথম পর্বের ম্যাচে হারের জেরে খাদের কিনারায় প্যারিস জায়ান্টরা। স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে অন্তত ২-০ গোলে জিততে হবে মেসি-এমবাপেদের। চোটের জন্য বাকি মরশুমেই খেলতে পারবেন না নেইমার। তবে ম্যাচ ফিট হয়ে পিএসজি শিবিরে স্বস্তি আনলেন হাকিমি। ফলে ডিফেন্স নিয়ে চিন্তা কিছুটা কমল গালতিয়েরের। বায়ার্ন শিবিরে কিছুটা অস্বস্তি কার্ড ও চোট সমস্যা। বেঞ্জামিন, কিমপেম্বে, রেনাতো স্যাঞ্চেস খেলতে পারবেন না পিএসজির বিরুদ্ধে। তবে প্রথম পর্বে এগিয়ে থাকা বায়ার্ন রক্তের স্বাদ পাওয়া বাঘ ।
স্টার ওয়ার একেই বলে। একদিকে মেসি-এমবাপে-হাকিমি অন্যদিকে টমাস মুলার, মুশিয়ালা, লেরয় সানে। নেইমার চোটের জন্য খেলতে পারছেন না। মেগা ম্যাচে গোটা প্যারিস তাকিয়ে আছে মেসি এমবাপে জুটির দিকে। প্রথম পর্বের ম্যাচে চোটের জন্য পুরো ম্যাচ খেলতে পারেননি এমবাপে। এবার শুরু থেকেই ঝড় তুলতে তৈরি ফরাসি তারকা। তাকে সঙ্গ দেওয়ার জন্য আছেন মেসিও। অন্যদিকে সাদিও মানে না খেললেও যথেষ্টই শক্তিশালী জার্মান দলটির আক্রমণভাগ। চুপো মিতিং মুশিয়ালাদের আকটানো বড় পরীক্ষা হাকিমি- রামোসদের জন্য।