চোপড়া কান্ডে রহস্য আরও ঘনীভূত, ধৃত কিশোরীর বাবা-কাকা-দাদারা

নিউজটাইম ওয়েবডেস্ক : গত রবিবার চোপড়ায় কিশোরী হত্যা নিয়ে সরগরম হয়ে উঠেছিল এলাকা। প্রাথমিক ভাবে বিজেপির তরফ থেকে দাবি করা হয়, এলাকায় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা ঐ কিশোরীকে ধর্ষন করে খুন করেছে। এর পাল্টা জবাবে তৃণমূল জানায়, কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে মতভেদ ছিল পরিবারের সাথে, তার জেরেই এই ঘটনা। সোমবার কিশোরীর দেহ ‌যেখানে পাওয়া গেছিল তারই অদুরে কিশোরীর খুনের জন্য অভি‌যুক্ত ফিরোজ আলির দেহ মেলে। ফলে তৃণমূলের দেওয়া ব্যাখ্যার দিকেই পাল্লা ভারি হয়।‌

সোমবার ফিরোজের দেহ মেলার পরই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কিশোরীর বাবা, দাদা ও কাকাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা গেছে, বিষক্রীয়ায় মৃত্যু হয়েছে কিশোরীর, এবং তারপর থেকেই তার বিশেষ বন্ধু ফিরোজের কোঁজ মিলছিলো না। এরপরই সোমবার সকালে ঘটনাস্থলের ৫০ মিটারের মধ্যে মেলে ফিরোজের দেহ। এই ঘটনার পরই ফিরোজের পরিবার থানায় অভি‌যোগ দায়ের করে। সেই অভি‌যোগ অনুসারে কিশোরীর পরিবারের বেশ কিছু সদস্যকে গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করলে বেশ কিছু তথ্য পাওয়া গেলে পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁদের।

কিশোরীর খোঁজ না পেয়ে, শুধুমাত্র ফিরোজের বিরুদ্ধে মামলা করেছিলেন কিশোরীর পরিবার। ফিরোজ আলির মৃত্যুর পর, আর কাউকে গ্রেফতারের কোনো সম্ভাবনা ছিলনা বলেই জানিয়েছিলেন পুলিশ সুপার সচিন মক্কর। তবে ফিরোজ আলির পরিবার ‌যে অভি‌যোগ দায়ের করে, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় কিশোরীর পরিবারের সদস্যদের। পুলিশ সূত্রে খবর, ধৃত সকলের বিরুদ্ধেই খুনের মামলা দায়ের করা হয়েছে। এমনকি এইদিনই আদালতেও তোলা হয় এদের।

প্রসঙ্গত, এই বিষয় নিয়ে রীতিমত তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়েছে উচ্চ প‌র্যায়ে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কথা বলতে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী এবং সাংসদ রাজু বিস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছেন। এমনকি বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, তৃণমূলের আশ্রয়ে গোটা উত্তরবঙ্গ জেলা জুড়ে রাজবংশীদের ওপর চলছে অকথ্য অত্যাচার। এই কাজও তৃণমূল আশ্রিত দুস্কৃতীদেরই কাজ, তারাই এই কিশোরীকে নিয়ে গিয়ে ধর্ষন করে বীষ খাইয়ে মেরে ফেলে। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে শুধুমাত্র বিশক্রীয়ার কথাই বলা হচ্ছে এখন। তবে ময়না তদন্তের রিপোর্টে সাফ বলা আছে বিষক্রীয়ার কথা, ধর্ষনের কোনো উল্লেখই সেখানে নেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube