চেনা মুখেই আস্থা, টলিপাড়ায় জয় শাসক শিবিরের

নিউজটাইম ওয়েবডেস্ক : আর্টিস্ট ফোরামের ভোট নিয়ে আগে থেকেই সরগরম ছিল টলিপাড়া। চেনা মুখেই কি আস্থা থাকবে নাকি তার পরিবর্তে আসবে নতুন মুখ? বেশ কয়েকদিন ধরেই এমন প্রশ্ন ঘোরাফেরা করছিল। আবার সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে টালিগঞ্জে জয় হল চেনা মুখের। ভোটে এদিন ‌যারা নির্বাচিত হন তাঁরা সকলেই শাসকদলের ঘনিষ্ঠ।

ভোটে জিতে এদিন সহ সভাপতি হন পরান বন্দোপাধ্যায় ও জিৎ। অন্যদিকে কা‌র্যকারী সভাপতি হন শঙ্কর চক্রবর্তী আবং সাধারন সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়। সহকারী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেবদূত ঘোষ ও রাণা মিত্র। এছাড়া কার্যকরী সদস্য পদ পেয়েছেন কুশল চক্রবর্তী, সোনালি চৌধুরী, জুন মালিয়া, সাগ্নিক চট্টোপাধ্যায় ও দিগন্ত বাগচী। বিজেপি সমর্থিত প্রার্থীরা ভোটে পরাজিত হয়েছেন। 

 এদিনে ভোটের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। সকলেই মধ্যেই ছিল একটা চাপা উত্তেজনা। রাজনীতির চোরা শ্রোতে কখন ‌যেন কেটে‌ যায় সারাটা দিন। তবে এবারের ভোটে একাবারাই দাগ কাটতে পারেনি বিজেপি সরকার। এদিনের ভোটে গেরুয়া শিবির প্রার্থীরা একেবারেই ব্যাক সিটে চলে ‌যান। গেরুয়া শিবির প্রার্থীদের পেছনে ফেলে অবশেষে সভাপতির কুর্সি দখল করেছেন শঙ্কর চক্রবর্তী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube