
নিউজটাইম ওয়েবডেস্ক : সাঁকরাইল থানার অন্তর্ভুক্ত নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র এলাকার চুনাভাটি চত্বরে দীর্ঘদিন ধরে গাড়ি থেকে যাবতীয় জিনিস চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটছিল ,কিন্তু গাড়ির মালিকরা কিছু বুঝে উঠতে পারছিলেন না, কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে। পুলিশ প্রশাসনকে বারবার জানালেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ।
সোমবার সকালে গাড়ি থেকে যন্ত্রাংশ চুরি করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায় বলেও সূত্রে জানা যায়। চোর সন্দেহে ধৃত ওই ব্যক্তিকে মোটা দড়ি দিয়ে একটি গাছে বেঁধে শুরু হয় গণধোলাই। এই ঘটনায় জানতে পেয়ে এলাকার বহু সংখ্যা মানুষ ভিড় করেন। স্থানীয় গাড়ি চালকরা জানিয়েছেন, যাবতীয় জিনিস চুরি হয়ে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে ,কিন্তু কাউকে তারা ধরতে পারেননি, আজ সকালে চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলেন তাঁরা। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে পুরো ঘটনা খতিয়ে দেখছে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023