চুরি করতে এসে প্রাণ গেল চোরের

শুক্রবার রাতে চারিদিক যখন ঘন কুয়াশাচ্ছন্ন তখন সেই সুযোগ কাজে লাগিয়ে বাড়িতে ঢুকেছিল চোর । চুরি করার উদ্দেশ্যে তারা বাড়িতে এসেছিল । তখন গ্রামের বাসিন্দাদের নজরে আসেতেই প্রাণ গেল সেই চোরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বাড়হালা মোড় এলাকায়।

সূত্রের খবর, শনিবার সকালে রাস্তার ধার থেকে ক্ষত-বিক্ষত এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, জরুল গ্রামে ভরত টুডু নামে ঐ যুবক রাত্রে চুরি করতে আসে। চুরি করার সময় চোরকে হাতেনাতে ধরে স্থানীয় বাসিন্দারা । এরপর তাকে গণপিটুনি দেওয়া হয় । রাস্তার ধারে ক্ষতবিক্ষত ভাবে মেরে ফেলে দেন উত্তেজিত জনতা। এই খবর সকল সকল ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়। মৃত ভরত টুডুর বাড়ি নবগ্রাম থানার অন্তর্গত পলসন্ডা জালুকা গ্রাম এলাকায় ।

স্হানীয় বাসিন্দারা জানান, ভরত টুডু নামে এক দুস্কৃতী চুরির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করে, তার সঙ্গে ছিল আরও বেশ কয়েকজন দুষ্কৃতী। শীতের কুয়াশা কে কাজে লাগিয়ে চুরি করতে আসে এবং তা নজরে আসে তাদের। তারা চিৎকার করলে সকলেই পালিয়ে যায়, থেকে যায় শুধু ভরত টুডু। শুক্রবার রাতেই গ্রামের বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ।

এই ঘটনা কি করে ঘটলো পূর্ণাঙ্গ তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন ।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube