
নিউজটাইম ওয়েবডেস্ক : কিছুতেই কাটছে না ভূমিকম্পের জের। আবারও কেঁপে উঠল ধরিত্রী। বৃহস্পতিবার চিন বর্ডারের কাছে তাজিকিস্তানে অনুভূত হল ভূমিকম্প।আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। স্থানীয় সময় সকাল ৫টা ৩৭ মিনিটে এই ঘটনা ঘটে।
ভূমিকম্পনের পরেও প্রায় ২০ মিনিট আফটার শক অনুভূত হয়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।ভূমিকম্পের উৎসস্থল ছিল,ছোট্ট পাহাড়ে শহর মুর্ঘব থেকে ৬৭ কিলোমিটার দূরে,আফগানিস্তান-চিনা বর্ডারের পূর্বাঞ্চল গর্ন-বাদাক্ষান অঞ্চল।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023