
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে আতঙ্কে রয়েছে সমগ্র চিন। এরইমধ্যে চিনের উহানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকার্যে তৎপর হয়েছে এদেশের সরকার। আগেই চিনের উহানে পাঠানো হয়েছিল ভারতীয় বিমান। এরপরেই শুক্রবার উহানে পৌঁছয় বোয়িং ৭৪৭ বিমানটি
শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ চিনের উহানে পৌঁছানোর পরই শনিবার চিন থেকে দিল্লি পৌঁছল ভারতীয় ওই বিমানটি। এদিন ওই বিমানে ছিল ৩২৪ জন ভারতীয়। আজ ফের আরও একটি বিমান বাকি ভারতীয়দের উদ্ধারের জন্য যাবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই যেসমস্ত ভারতীয়রা দিল্লি পৌঁছেছেন তাদের প্রথমে কড়া স্বাস্থ্য পরিক্ষা করা হবে বলে জানা গিয়েছে।এয়ারপোর্ট হেলথ অথরিটি ও আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস বিমানবন্দরেই আগত যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করবে। সংক্রমনের মাত্রা অনুসারে যাত্রীদের তিন ভাগে ভাগ করে প্রয়োজনমতো চলবে চিকিৎসা। ১৪ দিন কড়া নজরদারিতে রাখার পর করোনার উপসর্গ না মিললে তবেই বাড়ি যেতে পারবেন ওই যাত্রীরা।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023