‘চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ’- আজ রবীন্দ্রজয়ন্তী

চিরনূতনের মধ্য দিয়েই জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । আর আজ ২৫ শে বৈশাখ । সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারি ও বেসরকারি উদ্যোগে কবি গুরুর জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ।

মঙ্গলবার বাঁকুড়া শহরের প্রতাপবাগানের সুকুমার উদ্যানের ছাতিমতলায় রবীন্দ্র মূর্তির পাদদেশে ‘আলেখ্য বাঁকুড়া’ টেগোর কালচারাল আকাদেমির উদ্যোগে গানে-গল্পে-কথায়-কবিতায়-নৃত্যে-সংলাপের মধ্য দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । পুষ্পার্ঘ্য নিবেদন করেন সংগঠনের সদস্য ছাড়াও উপস্থিত সকলেই ।

এর পাশাপাশি সংস্কৃতির শহর বালুরঘাটেও পালিত হচ্ছে ২৫ শে বৈশাখ । আজ শহরের রবীন্দ্র অনুরাগী শিল্পী ও শ্রোতাদের মেলবব্ধনে “রবিনন্দন” এর উদ্যোগে পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী । স্থানীয় মনমথ নাট্য চর্চা কেন্দ্রে আয়োজিত রবীন্দ্রগীতি নৃত্য ও আবৃতি পরিবেশনায় বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শিল্পীরা ।

কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় । দুর্গাপুরের রাজবাঁধ শিশু সদনে এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির উন্মোচন হোল। দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটিবল সোসাইটির উদ্যোগে রবীন্দ্র সঙ্গীত, নৃত্য, আবৃত্তির মাধ্যমে পালিত হচ্ছে দিনটি ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে হাওড়া শরৎ সদন ১ নং প্রেক্ষাগৃহে “কবিগুরু বন্দনায়” আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়, ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ ও হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী । কবিগুরুর জন্মদিন উপলক্ষে সারাদিন ধরে বিভিন্ন শিল্পীরা অংশ নেবেন আজকের অনুষ্ঠানে ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দিনটিকে উদযাপন করা হচ্ছে রবীন্দ্র সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে । গোটা দেশের পাশাপাশি পাহাড়ের মংপু রবীন্দ্রভবনে দিনটিকে উদযাপন করা হলো রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে । এদিন রবীন্দ্রভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএ-এর প্রধান সচিব পুনমবালাম এস, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ অনিত থাপা সহ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা । এদিন মংপু রবীন্দ্রভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত ও রবীন্দ্র নৃত্য পরিবেশিত হয় ।

শান্তিনিকেতনে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠান । সকালে বৈতালিক ও উপাসনা গৃহে উপাসনার মধ্যে দিয়ে সূচনা হল কবি-প্রণাম অনুষ্ঠান । উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী ও আবাসিকরা ।

অন্যদিকে রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠানের দিন প্রচুর পর্যটকের ঢল শান্তিনিকেতনে । আজকের দিনে রবীন্দ্রভবন বন্ধ থাকায় দেখতে পারছেন না রবীন্দ্র মিউজিয়ামে পর্যটকরা । উপাচার্যের এহেন সিদ্ধান্তে বেজায় অখুশী অধ্যাপক থেকে পর্যটকরা । দলে দলে পর্যটকরা ফিরে যাচ্ছেন রবীন্দ্রভবনের গেট থেকে । অন্যদিকে অমর্ত্য সেনের বাড়ির পাশে এখনও চলছে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি । এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসুচি চতুর্থ দিনে পড়ল আজ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube