চিন নিয়ে চলতি অধিবেশনে অবস্থান স্পষ্ট করতে পারে কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : কাল থেকে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনে সরকারের পক্ষ থেকে চিন নিয়ে বক্তব্য পেশ করা হতে পারে। এই ইস্যুতে দেশের অবস্থান কী, সরকার কী ভাবছে এই সবই সংসদে পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। অন্তত সূত্রানুসারে তেমনই খবর পাওয়া যাচ্ছে।

সংসদীয় বিএ কমিটির বৈঠকে আজ সেরকমই আলোচনা হয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি এই প্রসঙ্গে বলেন, ‘মঙ্গলবার আমাদের শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই এই সব বিষয় নিয়ে কথা হবে। তবে বর্তমান সময়ে যে বিষয়গুলি স্পর্শকাতর ও দেশের নিরাপত্তা জড়িত এমন বিষয় নিয়ে কথা অবশ্যই হবে। সংসদকে এই বিষয়ে সরকারের অবস্থান ও ভাবনা জানানো হবে।’

গত দু-তিন মাস ধরে চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা নিয়ে রাহুল গান্ধি-সহ কংগ্রেস নেতাদের তোপের মুখে বারংবার পড়েছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে সরকার স্পষ্ট কোনও নীতি নিতে পারেনি বলেই আক্রমণ করেছে কংগ্রেস। যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে শান্তি রক্ষার জন্য যে কোনও পদক্ষেপ করা হবে। সেই কারণেই চেষ্টা করা হচ্ছে আলোচনার স্তরেই বিষয়টিকে মিটিয়ে নিতে।

ইতিমধ্যেই দুই দেশের বিদেশমন্ত্রী স্তরে যেমন কথা হয়েছে, তেমনি সেনাবাহিনীস্তরেও কথা হয়েছে। দুই দেশই চাইছে না কোনও সমস্যা তৈরি করতে। কিন্তু তারপরেও একাধিকবার চিনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা টপকে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে। যদিও সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্টই জানানো হয়েছে, যে কোনওরকম পদক্ষেপ করতে তৈরি। নির্দিষ্ট নির্দেশ পেলেই সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।

এই সব নিয়েই রাজনৈতিকস্তরেও বিতর্ক তৈরি হয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে, এবারের সংসদের অধিবেশনে এই নিয়ে মুখ খুলতে পারে কেন্দ্র। এখন দেখার শেষ পর্যন্ত সরকার এই নিয়ে কী করে। মঙ্গলবারই তা স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube