চিনা হামলায় নিহত বাঙালি জওয়ানদের পরিবারের পাশে মমতার সরকার

নিউজটাইম ওয়েবডেস্ক : চিনা হামলায় প্রাণ গিয়েছে দুই বাঙালি জওয়ানের। এ ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নিহত বাঙালি দুই জওয়ান বীরভূমের মহম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামের যুবক রাজেশ ওরাং ও আলিপুরদুয়ারের বিপুল রায়। নিহত জওয়ানদের পরিবারের একজনকে চাকরি ও ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের কথা ঘোষণা করেছেন মমতা।

 
* এদিন টুইটারে মমতা লেখেন, ”গালওয়ান উপত্য়কায় বীরযোদ্ধারা প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই”।

* মমতা লিখেছেন, ”নিহত জওয়ানদের মধ্য়ে দু’জন বাংলার। একজন রাজেশ ওরাং ও আরেক জন বিপুল রায়”।

* নিহত জওয়ানদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা।

* নিহত জওয়ানদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী।

কলকাতায় বিক্ষোভ এবিভিপি-র।

সীমান্তে ভারতীয় সেনার উপর চিনা হামলার প্রতিবাদে কলকাতায় চিনা রাষ্ট্রদূত ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপি। অন্য়দিকে, আজ কলেজ স্ট্রিট মোড়ে এ ঘটনায় প্রতিবাদ কর্মসূচি ছাত্র পরিষদের।

* চিনা হামলায় নিগত হয়েছেন ২ বাঙালি যুবক।

* সীমান্তে চিনা হামলায় নিহত হয়েছেন বীরভূমের মহম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামের যুবক রাজেশ ওরাং।

* হামলায় নিহত হয়েছেন আলিপুরদুয়ারের বিপুল রায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube