চিনা আগ্রাসনের প্রতিবাদে চিনা সংস্থার ৫০০ কোটির বরাত বাতিল করল ভারতীয় রেল

নিউজটাইম ওয়েবডেস্ক : সীমান্তে চিনা আগ্রাসনের প্রতিবাদের ফল ‌যে বেজিং বেশ আক্ষরিক অর্থেই পাবে তার আঁচ ইতিমধ্যেই পাওয়া গেছিল দেশের বিভিন্ন প্রান্তের চিত্রে। বিএসএনএলের পর এবার ভারতীয় রেল চুক্তি বাতিল করল চিনের সাথে। রেল সূত্রের খবর, ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের জন্য সিগনালিং সিস্টেম তৈরির জন্য প্রায় ৫০০ কোটির বরাত দেওয়া হয়েছিল বেজিংয়ের সংস্থাকে। এবার এই বরাত বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় রেল। এই বিষয়ে, প্রকল্পের অর্থ সাহা‌য্যকারী বিশ্ব ব্যাঙ্ককেও অবগত করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের আধিকারিক।

উত্তর প্রদেশের নিউ ভানুপুর থেকে মুঘলসরাই প‌র্যন্ত ৪১৩ কিমি রেল পথের কাজ চলছিল ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের জন্য। এই কাজ শুরুও হয়েছে ইতিমধ্যেই। এই কাজের রেলের সিগন্যালিং এর জন্য সম্পূর্ণ বরাত পেয়েছিল চিনের রেল ‌যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থা ‘চায়না রেলওয়ে সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশন কর্পোরেশন’। ২০১৬ সালে এই বরাত দেওয়া হয়।

ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফ থেকে প্রথম থেকেই এই সংস্থার বিরুদ্ধে বেশ কিছু অভি‌যোগ ছিল। কাজে বিলম্ব ছাড়াও আরও বেশ কিছু গাফিলতি ছিল এই সংস্থার। এর ফলে আগেই এই বরাত বাতিল করে অন্য কোনো সংস্থাকে দেওয়া ‌যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছিল। সোমবার গালওয়ান প্রদেশে ভারত-চিন সম্মুখ সমরের জেরে এই ভাবনা গতি পেয়েছে। ইতিমধ্যেই ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফ থেকে এই বরাত বাতিল করার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে বিশ্ব ব্যাঙ্ককে।

প্রসঙ্গত, বিএসএনএল ইতিমধ্যেই তাদের ৪জি নেটওয়ার্কের জন্য কোনোরকম প্র‌যুক্তিগত ‌যন্ত্রপাতি নেবেনা চিন থেকে, ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube