
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করার পর, ফের সাইবার ক্ষেত্রে অশনী সঙ্কেত দিল সাইবার নিরাপত্তা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)। এবার বিপদ খোদ গুগলের ব্যবহারে। গুগল ক্রোমের একাধিক এক্সটেনশন ইনস্টল করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন ব্যবহারকারীরা। তাদের গোপন তথ্য হাতিয়ে নিতে পারে যে কেউ। এই বিষয়ে সতর্ক করেছে এই কেন্দ্রীয় সংস্থা।
গুগল ক্রোমের এক্সটেনশনগুলি মূলত এক একটি অ্যাপ যা ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের ব্রাউসারের সঙ্গে যুক্ত করে বিভিন্ন রকম কাজ সম্পন্ন করেন। কোনো অ্যাপ ব্যবহারকারীর লেখায় বানান ও ব্যকরণ সুধরে দেওয়ার কাজ করে, কোনো অ্যাপ বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজের সাথে সরাসরি যুক্ত হতে সাহায্য করে। এমনকি কিছু কিছু এক্সটেনশন অনলাইন নিরাপত্তাও খতিয়ে দেখে। এই এক্সটেনশনগুলি গুগলকে না জানিয়েই ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে চলেছে। যা যে কোনো বিষয়ে ব্যবহৃত হতে পারে। ইমেইল এর পাসওয়ার্ড থেকে শুরু করে ব্যাঙ্কের তথ্য পর্যন্ত যে কোনো সময়ে হাতিয়ে নিতে পারে এই অ্যাপগুলি। এই অ্যাপগুলি যে কোনো মূহুর্তে ব্যবহারকারীর অজানতেই স্ক্রীন শট নিয়ে রাখতে পারে যে কোনো অ্যাক্টিভিটির। এমনকি কোনো ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার সময়ও কোন কী ব্যবহার করা হচ্ছে তাও ডিটেক্ট করতে পারে এই সমস্ত অ্যাপ। তবে কেন্দ্রীয় সংস্থা এর মধ্যে জানিয়েছে তাঁরা ইতিমধ্যেই ১০০ টিরও বেশই এমন অ্যাপ মুছে ফেলেছেন ইন্টারনেট থেকে। প্রসঙ্গত, এর আগেও গুগল ক্রোমের এক্সটেনশন নিয়ে এমন বিপদের মুখে পড়তে হয়েছে ব্যবহারকারীদের। শুধুমাত্র তথ্য হাতানোর উদ্দেশ্যে অ্যাপস্টোরে নানানরকম অ্যাপ অর্ন্তভুক্ত করেছেন ডেভেলপাররা। এমনকি জানুয়ারী মাসে আর্থিক প্রতারণার জন্য বেশ কয়েকটি অ্যাপ বাতিলও করে গুগল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022