
নিউজটাইম ওয়েবডেস্ক : আনলক ১-এর প্রথম দফার শুরুর দিনেও ভারতে করোনাভাইরাস আক্রান্তের রেকর্ড বৃদ্ধি হল। গত ২৪ ঘণ্টায় ৯,৯৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৬,৬১১। গত ২৪ ঘণ্টায় দৈনিক রেকর্ড বৃদ্ধি হয়েছেই। পাশাপাশি গত বৃহস্পতিবার থেকে টানা পাঁচদিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৯,০০০-এর বেশি থাকছে। ওই পাঁচদিনে দেশে সংক্রামিত হয়েছেন আরও ৪৮,৬০১ জন। দেশে মোট আক্রান্তের এক-তৃতীয়াংশের মতো মানুষের হদিশ মিলেছে শুধু মহারাষ্ট্রেই। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৫,৯৭৫। যা চিনের থেকেও বেশি বলে জানিয়েছে আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। সেই মার্কিন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪, ১৯১। গত কয়েকদিনের মতো মৃতের সংখ্যাও ২০০-র বেশি রয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ২০৬ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। ফলে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭,১৩৫। সেখানেও প্রায় ৫০ শতাংশ মৃত্যু খবর মিলেছে মহারাষ্ট্র (৩,০৬০) থেকে। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও ক্রমশ বাড়ছে। আপাতত ভারতে ১২৪,০৯৪ জন করোনা আক্রান্ত সেরে উঠেছেন। ফলে সুস্থতার বেড়ে দাঁড়িয়েছে ৪৮.৩৫ শতাংশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022