চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু যুবকের, অভিযোগ পরিবারের

বুদ্ধ পূর্ণিমার প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে ডেবরা ব্লকের ডুয়া অঞ্চলের পদীমা গ্রামের ৩৭ জনের । জানা গিয়েছে, শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এলাকার একটি মুদি দোকানে হালখাতার আয়োজন করা হয় ।সেখানে প্রসাদ খেয়ে অসুস্থ বোধ করে ৫৭ জন গ্রামবাসী । এদের মধ্যে ছিল ১২ জন শিশু । বমি ও পেট খারাপের উপসর্গ নিয়ে প্রত্যেকে ভর্তি হয়েছিলেন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ।

হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থদের মধ্যে একজন ইনজেকশন নিতে অস্বীকার করায় জোর করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ পরিবার সূত্রে । মৃত ব্যক্তির নাম বিশ্বজিত ঘোড়াই, বয়স ২১ বছর । তাঁর বাড়ি ডুঁয়া অঞ্চলে । সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তোলেন পরিবারের ।

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয় । আজ সকালে বিজেপির মুখপাত্র, ডঃ অর্চনা মজুমদার হাসপাতালে এসে মৃত্যের পরিবারের সাথে দেখা করে হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন ।এর পাশাপাশি অসুস্থ প্রতিটি পরিবারের সাথে দেখা করার পর মিডিয়ার কাছে জানান, এই মৃত্যু  হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতির কারণে হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube