চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ রোগীর

।। অলিপ মিত্র ।।

চিকিৎসকের কথা মতো নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা না করানোয় রোগীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ছুড়ে ফেলে দিলেন চিকিৎসক । পাশাপাশি অভিযোগ উঠেছে রোগী ও তাঁর পরিবারের লোকেদের সাথে দুর্ব্যবহার করার ।এমনই অভিযোগ উঠলো এক চিকিৎসকের বিরুদ্ধে ।শনিবার রাতে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জ শহরের এন এস রোডের একটি ঔষধের দোকানে ।

এই ঘটনার জেরে চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রোগী । অপরদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে্ন চিকিৎসক । কালিয়াগঞ্জের শিমূলতলা এলাকার বাসিন্দা গোবিন্দ পাল তার গর্ভবতী স্ত্রী বীথিকা পালকে চিকিৎসা করাচ্ছিলেন ডা: তাপস কুমার ঘোষের কাছে ।

অভিযোগ উঠেছে, ডাক্তারের কথা মতো বীথিকা পালের স্বাস্থ্য পরীক্ষা রায়গঞ্জের পরীক্ষা কেন্দ্র থেকে না করে কালিয়াগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্র থেকে করা হয় । শনিবার সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসককে দেখাতে এলে চিকিৎসক সেই রিপোর্ট না দেখে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ, পাশাপাশি তিনি রোগীও দেখেননি বলে জানা যাচ্ছে সুত্র মারফৎ ।

তার পরিবর্তে হয়রানির শিকার হন রোগী ও রোগীর স্বামী গোবিন্দ পাল ।এই বিষয় উত্তেজনা ছড়ায় ঔষধের দোকানে । ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।চিকিৎসকের দুর্ব্যবহারের বিরুদ্ধে গোবিন্দ পালের স্ত্রী বীথিকা পাল চিকিৎসক ডা: তাপস কুমার ঘোষের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

এদিকে চিকিৎসক তাপস কুমার ঘোষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন ।রোগী কোথা থেকে পরীক্ষা করবেন সেটি তার নিজস্ব ব্যাপার ।সূত্রের খবর, রোগী নিজের নাম লিখিয়ে পরে তা কেটে দেন ।এরপর গোবিন্দ পাল নিজের স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে আসেন ।তবে চিকিৎসকের দাবি রোগীর নাম লেখা না থাকলে তিনি রোগী দেখবেন না । এই নিয়ে শুরু হয় বচসা ।

অপরদিকে ঔষধ দোকানের মালিক নরেশ সাহা জানান, রোগী আগে তাঁর নাম লিখিয়েছিলেন কিন্তু পরে নিজের নাম কেটে দেন ।আজকে আবার রোগী চিকিৎসকের কাছে এলে, চিকিৎসক নাম লেখা ছাড়া দেখবেন না বলে জানিয়ে দেন, পাশাপাশি তাঁদের আগামী সপ্তাহে নাম লিখিয়ে আসতে বলেন । রোগী না দেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ।এমন ঘটনার জেরে আবারও চিকিৎসকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube