চিকিৎসকদের ঝুঁকি কমাতে এবার করোনা আক্রান্তদের টেস্ট করবে রোবট

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের আতুড়ঘর চিনের বর্তমানে সীমাবদ্ধ নেই এই মারণ ভাইরাস। বরং তা বিশ্ব মাহামারীতে রূপান্তরিত হয়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চিনের পর এই ভাইরাস এক এক করে অশনি সংকেত বয়ে নিয়ে এসেছে ইতালি, স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে। এই ভাইরাস মোকাবিলার উপাহৃয় খুঁজতে উঠে পড়ে লেগেছেন প্রতিটি দেশের গবেষকেরা। কিন্তু এখনও পর্যন্ত সের মহান ওষধীর খোঁজ মেলেনি। কিন্তু তার মধ্যেই বেশ কয়েকটি দেশে এই মারণ ভাইরাসের জেরে শুরু হয়েছে মৃত্যু মিছিল। সাধারণ মানুষ তো বটেই, করোনার করাল গ্রাস থেকে রেহাই পাচ্ছেননা চিকিৎসকেরাও। তাই এবার সংক্রমণ কিছুটা কম করতে এবং চিকিৎসকদের খানিকটা স্বস্তি দিতে এক অভিনব রোবট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে স্পেন।

কিন্তু রোবোট কিভাবে চিকিৎসা করবে? সেটাই ভাবছেন তো? না চিকিৎসা নয়, তবে রোগীর চিকিৎসার প্রয়োজন আছে কী না তাই বাতলে দেবে এই রোবট । স্প্যানিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনা আক্রান্ত সন্দেহে যারা টেস্টের জন্য হাসপাতালে আসবেন তাঁদের করোনা টেস্ট করবে ওই রোবট । প্রায় ৮০,০০০ মানুষের টেস্ট করতে সক্ষম থাকবে সে। ফলে এই রোবট থাকলে কোন করোনার প্রাথমিক পরীক্ষার জন্য আর চিকিৎসকের প্রয়োজন হবেনা। 

বলাবাহুল্য, স্পনের জনসংখ্যার ১২ শতাংশ রয়েছেন চিকিৎসক। যা এই মুহূর্তে এনেকটাই কম। তাই সেদেশের চিকিৎসকদের সুরক্ষার জন্য প্রশাসনের তরফে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদ্ধতি কর্যকর হলেই করোনা ভাইরাস থেকে অনেকটা দূরে থাকতে পারবেন চিকিৎসকেরা। তবে স্পেনে  সরকারের এবিষয়ে সরকারিভাবে এখনও মুখ খোলেনি বলেই খবর। উল্লেখ্য রোবটের সাহায্যে রোগীর করোনা পরীক্ষার বিষয়টি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube