
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে এবার ভয়াবহ অগ্নিকান্ডের সাক্ষি থাকল দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা। বৃহস্পতিবার সকালে মহেশতলার চায়ের প্যাকেজিংয়ের গুদামে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পয়েই সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৪টি ইঞ্জিন।
শর্ট সার্কিট থেকেই ওই চায়ের গুদামে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গুদামের ভেতরে আগুন লাগার ঘটনার পরেই দমকলে খবর দেওয়া হয়। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্য়ে। প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন ঘঠনাস্থলে পৌঁছায়। পরে আসে আরও ৮টি ইঞ্জিন। ১৪ টি ইঞ্জিনের তৎপরতায় অবশেষে নিয়ন্ত্রনে আসে আগুন। তবে আগুন এতটাই ভয়াবহ ছিল যে গুদামটি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টার দিকে চকমিরের একটি চায়ের প্যাকেজিং গুদামে আগুন লেগে যায়। গুদামের মধ্য়ে দাহ্য বস্তু থাকার কারনে খুব দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর মেলেনি। আগুন লাগার মুহূর্তে গুদামেও কোন কর্মী ছিলেননা বলেই খবর। দমকল কর্মীরা প্রাথমিকভাবে অনুমান করছেন, শর্ট সার্কিট থেকেই ওই গুদামে আগুন লেগেছে। আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে গুন নিয়ন্ত্রনে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকলকর্মীদের। তবে আগুন লাগার আসল কারন খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- প্রথম রূপান্তরকামী ‘বাবা’ সন্তান প্রসব করলেন - February 9, 2023
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023