চার বছর পরেও দগদগে পুলওয়ামা হামলার ক্ষত

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ১৪ ফেব্রুয়ারি। বিগত বহু বছর ধরে এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেম দিবস হিসেবে জেনে এসেছে মানুষ। কিন্তু ছন্দ পতন হয়েছিল ২০১৯ সালে। চার বছর আগে আজকের দিনেই কেঁপে উঠেছিল ভারতবাসী। পুলওয়ামা হামলা কয়েক মুহূর্তে বদলে দিয়েছিল প্রেমের আবহ। আনন্দ চাপা পড়েছিল শোকে।

কী হয়েছিল ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি?

চার বছর আগে আজকের দিনে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেনা জওয়ানদের উপর নৃশংস হামলা চালায় জঙ্গীরা। কাজে যোগ দেওয়ার জন্য ২,৫০০ জন সেনা জওয়ান ৭০ টি গাড়ির কনভয়ে যাচ্ছিল। পুলওয়ামা জেলার লেথোপাড়ায় জাতীয় সড়কে জঙ্গীদের হামলার শিকার হয় কনভয়ের একটি গাড়ি। ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন আত্মঘাতী হামলায়।হামলার দায় স্বীকার করে পাকিস্তানী জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

হামলার পর ৪০ জন সেনা জওয়ানের বাক্সবন্দী দেহ দেখে আজও চমকে ওঠে দেশবাসী।চার বছর কেটে গেলেও পুলওয়ামা হামলার ক্ষত দগদগে রয়ে গিয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে টুইট করে পুলওয়ামা হামলায় শহীদ জওয়ানদের বলিদান স্মরণ করেছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube