
।। স্বর্ণালী মান্না ।।
উত্তরাখণ্ড পর্যটন উন্নয়ন পরিষদ জানিয়েছে এবছর চারধাম যাত্রার জন্য ২.৫০ লক্ষ দর্শনার্থী নিজেদের নাম নথিভুক্ত করেছেন ।কেদারনাথ ধামের জন্য ১.৩৯ লক্ষ ও বদ্রিনাথ ধামের জন্য ১.১৪ লক্ষ দর্শনার্থী নিজেদের নাম নথিভুক্ত করেছেন । চারধাম যাত্রার কথা মাথায় রেখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী উপযুক্ত আধিকারিকদের নির্দেশও দিয়েছেন ।
তিনি পর্যটন বিভাগের আধিকারিক, পুলিস কর্তা ও জেলা শাসকদের সাথে বৈঠক করার কথা বলেছেন ।তাঁর মতে এবছর অনেক বেশি সংখ্যক পর্যটক চারধাম যাত্রায় যোগ দেবেন তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন ।এই কথা মাথায় রেখে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ১৫ই এপ্রিলের মধ্যে সব ব্যাবস্থা করে রাখার জন্য ।
কেদারনাথ ধামের জন্য দরজা খোলা হবে ২৫ শে এপ্রিল ও বদ্রিনাথ ধামের জন্য দরজা খোলা হবে ২৭ শে এপ্রিল । সেই অনুযায়ী জেলা প্রশাসন বরফ সরানোর কাজ শুরু করে দিয়েছে ।
কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী নিয়ে এই চারধাম যাত্রা । হিমালয়ের কোলে অবস্থিত এই পুন্যস্থল বছরে ৬ মাস বন্ধ থাকে । গ্রীষ্মকালে (এপ্রিল-মে) তা খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023