
।। স্বর্ণালী মান্না ।।
উত্তরাখণ্ডের সমতল যেমন দেখল প্রবল বৃষ্টি, পাহাড়ও সাক্ষী থাকল ভারী তুষারপাতের ।এপ্রিলের ২৫ তারিখে শুরু হওয়ার কথা চারধাম যাত্রার । তাই এই আবহাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না প্রশাসন ।
চারধাম যাত্রার জন্য প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিল উত্তরাখণ্ডের প্রশাসন । পরিকল্পনা অনুযায়ী জায়গায় জায়গায় নির্মাণের কাজও শুরু করে দেওয়া হয়েছিল । তবে খারাপ আবহাওয়ার জেরে বন্ধ করে দেওয়া হয় সেই সব কাজ ।

প্রসঙ্গত, বৃষ্টির জেরে ভেঙে পড়ে মুসৌরি লাইব্রেরি চকের হোটেলের ছাউনি । ছাউনির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যায় বেশ কিছু গাড়িও । অবিলম্বে উদ্ধারকার্যে লেগে পড়ে প্রশাসন । হতাহতের কোনও খবর মেলেনি বলেই সুত্রের খবর ।

কেদারনাথ ধামের জন্য দরজা খোলার কথা ২৫ শে এপ্রিল ও বদ্রিনাথ ধামের জন্য দরজা খোলার কথা ২৭ শে এপ্রিল । কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী নিয়ে এই চারধাম যাত্রা । হিমালয়ের কোলে অবস্থিত এই পুন্যস্থল বছরে ৬ মাস বন্ধ থাকে । গ্রীষ্মকালে (এপ্রিল-মে) তা খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023