
নিউজটাইম ওয়েবডেস্ক : চারদিনের মধ্যে দু’বার কেঁপে উঠল মিজোরাম। এবার ভূমিকম্প হল রাজধানী আইজলের কাছেই। এছাড়াও অসম, মেঘালয় এবং মণিপুরেও কম্পন অনুভূত হয়েছে। সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, কেঁপেছে মায়ানমারও।
জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ জানিয়েছে, রবিবার বিকেল ৪ টে ১৬ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। আইজলের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৫ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার নীচে কম্পনের উৎস ছিল। রাজ্য পুলিশের ডিজির কন্ট্রোল রুমের তরফে সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে, আপাতত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। এর আগে, গত ১৮ জুনও মিজোরামে ভূমিকম্প হয়েছিল। সেদিন সন্ধ্যা ৭ টা ২৯ মিনিটে কম্পনের অভিকেন্দ্র ছিল চম্পাইয়ের দক্ষিণ-পূর্বে ৯৮ কিলোমিটার দূরে। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের ৮০ কিলোমিটার নীচে। তারে জেরে শিলং-সহ উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ শহর কেঁপে উঠেছিল। ভাগ্যবশত সেভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022