
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ আপনি নতুন কিছু শুরু করতে পারেন। আজ ব্যবসায় নতুন কোনও সুযোগ পেতে পারেন। চাকরিতে পদন্নতি হবে।
বৃষ: আজ স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। কোনও কারণে চিন্তিত হয়ে পড়বেন। খারাপ কোনও ঘটনায় জড়িয়ে পড়তে পারেন। মিথুন: আজ বাড়ির বড়দের সঙ্গে ভালো সময় কাটবে। বাড়িতে ভালো খাবার উপভোগ করতে পারেন। আজ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্কট: আজ কর্মক্ষেত্রে আপনার ধৈর্য ভালো ফল এনে দেবে। আজ সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটাতে পারেন। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। সিংহ: আজ আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাস বাড়বে। আজ কাউকে সাহায্য করতে পারেন। শিক্ষার্থীদের জন্য ভালো সময় শুরু হবে। কন্যা: আজ অকারণ ভয় মনে চেপে বসবে। আজ অতিরিক্ত চিন্তা বাড়লে ধ্যান করতে পারেন। আজ কোনও জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। তুলা: আজ কর্মক্ষেত্রে ব্যস্ত সময় কাটবে। আজ সঙ্গীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের জন্য ভালো সময় আজ। বৃশ্চিক: আজ নিজের লক্ষ্য পূরণে সচেষ্ট হবেন। আজ আপনার বিরোধীপক্ষ আপনার নিয়ন্ত্রণে থাকবে। আজ নিজের আত্মবিশ্বাস বাড়ান। ধনু: আজ আপনার বাড়িতে কোনও বদল আনতে পারেন। আজ ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে বলা হচ্ছে। পারিবারিক জীবনে আনন্দ বজায় থাকবে। মকর: আজ আপনার কাজ নিয়ে আপনি অখুশি থাকবেন। আজ কোনও নতুন জায়গায় বিনিয়োগ করতে পারেন। আজ কাজে ধৈর্য রাখুন। কুম্ভ: আজ কর্মক্ষেত্রে মনযোগ দিন। ছোট কোনও ভুল আজ বিপদ ডেকে আনতে পারে। আজ নতুন চাকরির যোগ রয়েছে। মীন: আজ পারিবারিক সমস্যা বাড়বে। আজ কোথাও বিনিয়োগের আগে ভালো করে ভাবুন। বিবাদ এড়িয়ে চলুন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023