
চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । অবিলম্বে অনাদি লাহিড়ী নামের অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে তপন-মালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা । অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন খোদ তৃণমূলেরই নেতারা ।
ঘটনাটি ঘটে তপন থানার অন্তর্গত আজমতপুর এলাকায় । বিক্ষোভকারীদের অভিযোগ গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত তপনের তৃণমূল ব্লক সভাপতি অনাদি লাহিড়ী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহুজনের কাছ থেকে টাকা নিয়েছেন ।
চাকরি না পাওয়ায় প্রতারণার শিকার আনোয়ার সরকার নামের এক যুবক সম্প্রতি টাকা নেওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলে চাঞ্চল্যের সৃষ্টি হয় । প্রতারণার এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি । এমনকি তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ ।
অভিযোগ জানানোর পর অভিযুক্ত তৃণমূল নেতা আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের অভিযোগ । এখন এই ঘটনায় প্রতিবাদকারীদের বিরুদ্ধেই মিথ্যে মামলা দেওয়া হয় বলে অভিযোগ উঠছে ।
টাকা নেওয়ার এই ঘটনায় তপন পঞ্চায়েত সমিতির সদস্য কায়েল সরেণের নেতৃত্বে ক্ষুব্ধ এলাকাবাসী আজ আজমতপুর মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন । যদিও অভিযুক্ত তৃণমূল নেতা ও তাঁর পরিবারের কেউ এদিন ক্যামেরার সামনে আসতে চাননি ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023